সেরা ১০ অগ্রগতি

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জগতে প্রতিদিনই নানা অগ্রগতি হচ্ছে। কিন্তু সেগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অর্জনের সংখ্যা হাতে গোনা। প্রযুক্তি ব্যবহারে এ বছরে নতুন মাত্রা এনে দিয়েছে—এমন কয়েকটি অগ্রগতি চিহ্নিত করা হয়েছে। প্রযুক্তিবিদদের এসব বড় সাফল্য আগামী বছরগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ ছাপা হলো শেষ পর্ব
প্রথম কৃত্রিম ক্রোমোজোম
পাউরুটি তৈরিতে ব্যবহৃত ছত্রাক ইস্টের জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গত মার্চে প্রথমবারের মতো তৈরি করেছেন কৃত্রিম ক্রোমোজোম। জৈব প্রকৌশল প্রযুক্তির জগতে এটি এক বড় অর্জন
বড় সাফল্য
আসল ক্রোমোজোমের জিনগুলোর জায়গায় কৃত্রিম ক্রোমোজোম প্রতিস্থাপন করা হয়েছে। এরপর মানুষের তৈরি ক্রোমোজোমটি সফলভাবে একটি ইস্ট কোষে সংযোজন করা হয়। নতুন কোষটির কার্যকারিতা যাচাই করে দেখা যায়, এটির প্রজনন ঘটছে
কেন গুরুত্বপূর্ণ
গবেষকদের আশা, কৃত্রিম ক্রোমোজোম ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট কিছু জিন, ‘অপ্রয়োজনীয়’ ডিএনএ, কোষ বিভাজন-প্রক্রিয়া এবং ক্রমবিকাশ সম্পর্কে আরও ভালো করে জানা যাবে। জৈবপ্রযুক্তিতে ব্যবহৃত একটি আদর্শ জীবসত্তা হিসেবে পরিচিত ইস্টের সব কটি (১৬টি) ক্রোমোজোমই একদিন কৃত্রিম উপায়ে তৈরি করা হয়

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Justin Bieber, Gold Price in India