ফেসবুকের নতুন চ্যাটিং ওয়েবসাইট! মেসেঞ্জার ডটকম

যোগাযোগ রক্ষা করতে ফেসবুক মেসেজিংয়ের জুড়ি নেই। এই কাজটিই আরও সহজ করতে শুধুমাত্র চ্যাটিংয়ের জন্যই সম্পূর্ণ একটি ওয়েবসাইট চালু করেছে ফেসবুক। ‘মেসেঞ্জার ডটকম’ সাইটটি হচ্ছে ফেসবুক চ্যাটিং এর জন্য বিশেষায়িত ওয়েবসাইট।
ব্রাউজারের মাধ্যমে মেসেঞ্জার ডটকম সাইটে ভিজিট করে ফেসবুক আইডি/পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার ফেসবুক বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন। যারা ফেসবুকের নোটিফিকেশন ও অন্যান্য বিষয় দূরে রেখে শুধুমাত্র মেসেজিংয়ে মেতে থাকতে চান, তাদের জন্য ‘ঝামেলা বিহীন’ যোগাযোগের উপায় হতে পারে এই Messenger.com ওয়েবসাইট।
৮ এপ্রিল বুধবার চালু হওয়া মেসেঞ্জার ডটকম সাইটটি শুরুতে শুধুমাত্র ইংরেজিভাষী ব্যবহারকারীদের জন্য উপযোগী হবে। শীঘ্রই এটি বিশ্বের সকল ব্যবহারকারীদের জন্য উপলভ্য হবে। অবশ্য, মেসেঞ্জার ডটকম চালুর পরেও আপনি আগের মতই ফেসবুকের মূল সাইটেও মেসেজিং চালিয়ে যেতে পারবেন।


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Justin Bieber, Gold Price in India